বাঁচা-মরার ম্যাচে শনিবার মাঠে নামছে বাংলাদেশ
যে প্রত্যাশা নিয়ে এশিয়া কাপে গিয়েছিল বাংলাদেশ, তা পূরণে ব্যর্থ গোটা দল। সুপার ফোরে প্রথম ম্যাচে ব্যাটিং পিচেও ব্যাটিং ব্যর্থতায় হেরেছে পাকিস্তানের কাছে। আসরে টিকে থাকতে হলে সামনের ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই বাংলাদেশের। এমন সমীকরণ নিয়ে আগামীকাল শনিবার (৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে আসর শুরু করেছিলেন সাকিব আল হাসান। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দিয়েছিলেন ব্যর্থতায় পরিচয়। পরের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে অসাধারণ জয়ে বাংলাদেশ সুপার ফোরে উঠলেও পাকিস্তানের সঙ্গে যথারীতি হতশ্রী চেহারা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি তাই সহজ হবে না।
পাল্লেকেলের চাইতে কলম্বোর উইকেট বেশি ধীরগতির। বল ব্যাটে আসে দেরিতে। গত পাঁচ বছরে এই মাঠে প্রথম ইনিংসের গড় রান ২৬৭। এমন উইকেট পরীক্ষা নিতে পারে বাংলাদেশি ব্যাটারদের। তা ছাড়া, রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৬৮ শতাংশ।
পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাওয়ার কথা বলেছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) হাথুরুসিংহে বলেন, ‘এখানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া আমাদের জন্য চ্যালেঞ্জিং। তবে, এটা আমাদের জন্য ভালো। এটি কাটিয়ে উঠতে হবে। আশাকরি, পাকিস্তান ম্যাচের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে শ্রীলঙ্কার সঙ্গে ভালো ক্রিকেট খেলতে পারব আমরা।’
শ্রীলঙ্কা কোচ ক্রিস সিলভারউড বলেন, ‘আমরা বাংলাদেশকে দেখেছি। সেভাবে প্রস্তুতি নিয়েছি। ক্যান্ডির (পাল্লেকেলে) উইকেটের চেয়ে এখানকার পরিস্থিতি ভিন্ন। উইকেটের সঙ্গে মানানসই একাদশই নিশ্চিত করতে হবে আমাদের।’
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, আফিফ হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।