খালেদা জিয়া উন্নত চিকিৎসায় সাবেক ১৩৬ কর্মকর্তার বিবৃতি
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে বিদেশে পাঠানোর জন্যে অবসরপ্রাপ্ত ১৩৬ কর্মকর্তা আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতি তারা এই আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী। তিনি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।
বিবৃতিদাতাদের দাবি, ‘মিথ্যা ও সাজানো মামলায় সরকারের নির্দেশনায় আজ্ঞাবহ আদালত তাঁকে দণ্ড প্রদান করায় দীর্ঘদিন কারাভ্যন্তরে ছিলেন। সেখানে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়নি।’ তারা বলেন, ‘বর্তমানে তিনি (খালেদা জিয়া) নিজ গৃহে কারাবন্দি আছেন। এ অবস্থায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তুম বেগম খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে উন্নত সুচিকিৎসা প্রয়োজন।’
বিবৃতিতে স্বাক্ষরদাতা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে আছেন এ এস এম আব্দুল হালিম, মো. আবদুল কাউয়ুম, মো. ইসমাইল জবিউল্লাহ, সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, মো. আব্দুর রশীদ সরকার, এ জেড এম জাহীদ হোসেন, বিজন কান্তি সরকার, এ বি এম আব্দুস সাত্তার, তপন চন্দ্র মজুমদার, এ কে এম জাহাঙ্গীর, আখতার আহমেদ, আবদুল বারী, এস এম শমসের জাকারিয়া, মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ড. মো. আব্দুস সবুর প্রমুখ।