বাদ আফিফ, বাংলাদেশ একাদশে এক পরিবর্তন
এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার (৯ সেপ্টেম্বর) মাঠে নেমেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি বাঁচা-মরার। প্রথম ম্যাচে হারের তিক্ততা ভুলে আসরে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই সাকিব আল হাসানদের সামনে। এমন ম্যাচে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আফিফ হোসেনের পরিবর্তে একাদশে এসেছেন নাসুম আহমেদ।
পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং সহায়ক উইকেটেও ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। আজ শ্রীলঙ্কার মাঠে উইকেট সম্পূর্ণ ভিন্ন। কলম্বোর উইকেট বেশি ধীরগতির। বল ব্যাটে আসে দেরিতে। গত পাঁচ বছরে এই মাঠে প্রথম ইনিংসের গড় রান ২৬৭। এমন উইকেট পরীক্ষা নিতে পারে বাংলাদেশি ব্যাটারদের। তা ছাড়া, রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৬৮ শতাংশ।
এখন পর্যন্ত এশিয়া কাপে বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। শ্রীলঙ্কার বিপক্ষেই হার দিয়ে শুরু করেছিল আসর। আজ আবার সেই একই দলের মুখোমুখি বাংলাদেশ। পরিস্থিতি ভিন্ন। তবে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।