ভিন্ন কায়দায় বিশ্বকাপ দল ঘোষণা নিউজিল্যান্ডের
দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। আর মাত্র ২৪ দিনের অপেক্ষা। এরপরই মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপকে সামনে রেখেই এরইমধ্যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। এবার সেই তালিকায় যোগ দিল নিউজিল্যান্ড। বিশ্বকাপকে সামনে রেখে ভিন্ন কায়দায় ১৫ সদস্যের দল ঘোষণা করেছে কিউইরা।
আজ সোমবার (১১ সেপ্টেম্বর) এক বিবৃতির মাধ্যমে বিশ্বকাপ দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ দল কেমন হয়েছে, তা ছাপিয়ে আলোচনায় বিশ্বকাপ দল ঘোষণার অভিনব উপায়। নিউজিল্যান্ড ক্রিকেটের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়; কেউ তার বাবা, কেউ স্বামী, কেউ নিজের সন্তান বা নাতির বিশ্বকাপ দলে থাকার খবর ভিডিওবার্তার মাধ্যমে জানিয়েছে।
আর দল ঘোষণার এমন অভিনব উপায়ে মুগ্ধ নেটিজেনরা। অনেকেই এমন ভিন্নধর্মী উপায়ে দল ঘোষণা করায় সাদুবাদ জানিয়েছেন উদ্যোক্তাদের। কিউইদের জন্য সুখবর, দলে ফিরেছেন দলটির অন্যতম সেরা তারকা কেন উইলিয়ামসন। গত আইপিএলের গোড়ালির চোটের কারণে তার বিশ্বকাপ খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে সব অনিশ্চয়তা ছাপিয়ে উইলিয়ামসনকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছে নির্বাচকরা। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড এবার ভারতের মাটিতে শিরোপা খরা কাটাতে মরিয়া।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপ্স, রাচীন রবীন্দ্র, মাইকেল স্যান্টনার, ইশ সৌদি, টিম সাউদি ও উইল ইয়ং।