বিশ্বকাপ বাছাইয়ে নতুন রেকর্ড গড়লেন নেইমার
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে জোড়া গোল করে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার। এবার পেরুর বিপক্ষে ম্যাচে গোল না পেলেও নতুন রেকর্ড গড়েছেন এই ৩১ বছর বয়সী তারকা।
আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) লিমায় পেরুর বিপক্ষে ম্যাচে মারকুইনহোসের গোলে কষ্টার্জিত জয় পেয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচে গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন নেইমার। আর এই অ্যাসিস্টেই চিলির অ্যালেক্সিস সানচেজকে টপকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এখন সর্বোচ্চ অ্যাসিস্ট নেইমারের। তার অ্যাসিস্ট সংখ্যা ১৮টি।
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ২০১৫ সালে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক নেইমারের। সব মিলিয়ে ৩৪ গোলে অবদান রেখেছেন নেইমার গোল করিয়েছেন ১৬টি, বাকি ১৮টি গোল করেছেন নিজে।
এদিকে, ম্যাচের ৯০তম মিনিটে নেইমারের ইনসুইং কর্নার থেকে মারকুইনোসের হেডে করা গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। ব্রাজিলের বিপক্ষে এর আগে সর্বশেষ আট ম্যাচের সাতটিতেই হেরেছে পেরু। পুরো ম্যাচে ৬২ শতাংশ বল দখলে নিয়ে নয় শট মেরে চারটি লক্ষ্যে রাখতে পারে ব্রাজিল। অন্যদিকে ৩৮ শতাংশ বল দখলে রাখা পেরু ছয় শট নিলেও কোনটিই লক্ষ্যে রাখতে পারেনি।