যুক্তরাষ্ট্রসহ গণতান্ত্রিক বিশ্ব অবাধ, নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় : আহমেদ আজম
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে না, গণতন্ত্রের পক্ষে। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের মিশন পাড়ায় মহানগর বিএনপি আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট আহমেদ আজম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলো এই দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলে দেখে সরকারের কাছে বিষ হয়ে গেছে।
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু ইউসুফ খান টিপুসহ অনেকেই।
অ্যাডভোকেট আহমেদ আজম আরও বলেন, ১৪ দলীয় জোট ছাড়া বাংলাদেশের সব রাজনৈতিক দল বিএনপির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এ সরকার জনগণের কথা চিন্তা করে না। ইতোপূর্বে করনার সময় হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। আজকে তারা ডেঙ্গুর নামে টাকা বরাদ্দ দিয়ে দুর্নীতি করে পকেট ভারি করছে। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দিয়ে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এ দেশে নির্বাচন আদায় করে ছাড়ব ইনশা আল্লাহ।
পরে নগরীর হোশিয়ারি সমিতির সামনে থেকে লিফলেট বিলি ও মিছিল করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় স্তম্ভ গিয়ে শেষ হয়।