সরকারের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে হবে : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর কালবিলম্ব নয়, এখনই সবাইকে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে হবে এই সরকারের বিরুদ্ধে।
আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ও সরকার পতনের একদফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘আমি ভালো এবং সুষ্ঠু নির্বাচন করি এটি বিদেশিরা বলে না’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘তার (প্রধানমন্ত্রীর) এ বক্তব্য বছরের সেরা জোক (কৌতুক)। গত ১৫ বছর এ সরকার গোটা রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। ডিসি-এসপিদের নিজেদের মতো সাজিয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যত পারো মামলা দাও। আজকে মামলাকে উপেক্ষা করে মানুষ রাজপথে নেমেছে। বিদ্যুৎ উৎপাদনের নামে হাজার কোটি টাকা লুট হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা ও বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে।’
মির্জা ফখরুল বলেন, ‘সাইবার সিকিউরিটি নামে আইন করে দেশের গণমাধ্যমের মুখ স্তব্ধ করতে পারলেও বিদেশি গণমাধ্যমের মুখ কীভাবে বন্ধ করবেন। গতকাল নিউইয়র্ক টাইমস বলেছে বাংলাদেশের গণতন্ত্র বিলীনের পথে। লন্ডনের একটি গণমাধ্যম বলেছে বাংলাদেশের গণতন্ত্র এখন তলানীতে ঠেকেছে। দেশের গণমাধ্যমের টুঁটি চেপে ধরলেও সাংবাদিকরাও গণতন্ত্র ও জনগণের পক্ষে লেখার চেষ্টা করছেন। সরকার জনগণকে বোকা বানাতে চায়। আজকে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি মানুষের ঘরের চাল-ডাল-তেল নেই। এদিকে সরকারের কোনো খেয়াল নেই। সরকারের খেয়াল একটাই কীভাবে ক্ষমতায় যেতে হবে, কীভাবে দেশকে শোষণ করা যায়।’
বিএনপির মহাসচিব বলেন, ‘সরকারকে বলব, অবিলম্বে সংসদকে বিলুপ্ত করে দিন। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। কিন্তু তারা জানেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে তারা দশটি আসনও পাবেন না। এ কারণে তারা দলীয় সরকারের অধীনে অবৈধভাবে আবারও নির্বাচন করতে চায়। দেশের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, বিচার বিভাগসহ রাষ্ট্রের সব স্তম্ভ ফ্যাসিস্ট সরকার ধ্বংস করেছে। এটাই পরিষ্কার সরকার রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। আজকে তরুণদের এগিয়ে আসতে হবে। ৭১ সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন কোনো ভয় না করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তরুণরা। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঝাঁপিয়ে পড়ার এখনই সময়। আজকে এই গণতন্ত্র দিবসে বলতে চাই এ সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিএনপিনেতা আব্দুল আউয়াল মিন্টু, আবুল খায়ের ভূঁইয়া, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।