আপনার জিজ্ঞাসা
পিতার আগে ছেলের মৃত্যু হলে নাতিরা দাদার সম্পত্তি পাবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৮২তম পর্বে মোস্তাক জানতে চেয়েছেন, পিতার আগে ছেলের মৃত্যু হলে নাতিরা দাদার সম্পত্তি পাবে কি? অনুলিখন করেছেন সাইফ আহমেদ।
প্রশ্ন : পিতার আগে ছেলের মৃত্যু হলে নাতিরা দাদার সম্পত্তি পাবে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। পিতার আগে ছেলে মারা গেলে নাতি-নাতনিরা দাদার সম্পত্তির মালিক হবে কি না? না হবে না। কীভাবে হবে দাদার সম্পত্তির মালিক? তাহলে দাদার সন্তানরা কোথায় যাবে? নাতিদের বাবা যে অংশটুকু পাবেন সেটুকুতে নাতিরা মালিক হবে। কিন্তু সরাসরি দাদার সম্পদে তারা ওয়ারিশ নয়। তবে, দাদার অবশ্যই নাতিদের জন্য ওসিয়ত করে যেতে হবে। তখন সেটা দাদার ওপর ওয়াজিব হয়ে পড়বে। তখন দাদাকে নাতিদের দেখতে হবে। সংকটে থাকা নাতি-নাতনিকে দেখতে পারবেন। এদের অভাব মেটানোর জন্য তিনভাগের এক ভাব দাদা চাইলে ওসিয়ত করতে পারবেন। তবে সরাসরি ওয়ারিশ নয়।