বিশ্বকাপ স্কোয়াডে নেই, তবুও ভারতে যাবেন আর্চার
বেশ কিছুদিন ধরেই চোটের কারণে হুমকির মুখে ইংলিশ পেসার জফরা আর্চারের ক্যারিয়ার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পাশাপাশি জাতীয় দলের জার্সিতে নিয়মিত হতে পারছেন না ডানহাতি এই পেসার। এমনকি চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াডেও তাকে রাখেনি নির্বাচকরা। তবে বিশ্বকাপ দলে সুযোগ না পেলেও দলের সঙ্গে ভারতে যাবেন ২৮ বছর বয়সী এই পেসার।
আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের এক প্রতিবেদন অনুসারে, বিশ্বকাপ দলে না থাকলেও দলের সঙ্গে আর্চারকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। মূলত, ভারতের মাটিতেই দলের সঙ্গে রেখে তার পুর্নবাসন করাতে চায় ইসিবি। বিশ্বকাপে যদি কেউ চোটে পড়েন, তাহলে যাতে আর্চার স্থলাভিষিক্ত হতে পারেন, সেই ভাবনাও রয়েছে টিম ম্যানেজমেন্টের।
এদিকে, ওপেনার জেসন রয়ের চোটে বদল এসেছে ইংলিশদের বিশ্বকাপ স্কোয়াডে। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন হ্যারি ব্রুক। যদিও খুব একটা ছন্দে নেই এই ব্যাটার। বিশ্বকাপে রয়ের অভাব কতটা পূরণ করতে পারেন ব্রুক, সেটাই দেখার বিষয়। এছাড়াও দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন গাস অ্যাটকিনসন।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, দাভিদ মালান, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, রিচ টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস।