ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের আয়োজনে ব্যাংকিং ইন্ডাস্ট্রির প্রফেশনালদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘মিট দ্যা লিডার’ প্রোগ্রাম
ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এসোসিয়েশন 'ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড' এর উদ্যোগে বাংলামটরস্থ ক্লাব হাউজে ব্যাংকিং ইন্ডাস্ট্রির ৫০ জনের অধিক প্রফেশনালদের অংশগ্রহণে গত ১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার অনুষ্ঠিত হয়ে গেলো ক্লাবের ‘মিট দ্যা লিডার’ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম।
বিভিন্ন সেবা, উৎপাদন ও শিল্পখাতে নিয়োজিত ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ক্লাবের অন্যতম একটি প্রধান লক্ষ্য। এ মর্মে ক্লাবের পক্ষ থেকে ‘মিট দ্যা লিডার’ ফ্ল্যাগশিপ ইভেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে যার প্রথম পর্বে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুখলেসুর রহমান, সীমান্ত ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। জনাব মুখলেসুর রহমান একজন অভিজ্ঞ ব্যাংকার যার রয়েছে স্বনামধন্য দেশী এবং বিদেশী ব্যাংকে কাজ করার ৩৫ বছরের অভিজ্ঞতা। সীমান্ত ব্যাংকে যোগদানের পূর্বে তিনি এনআরবি ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জনাব খন্দকার আতাউর রহমান। অনুষ্ঠানে বক্তাগণ ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে তাদের লব্ধ অভিজ্ঞতার আলোকে দিকনির্দেশনা প্রদান করেন এবং বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে ব্যাংক ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
ক্লাবের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে জানানো হয়, ক্লাব মেম্বারদের নেটওয়ার্কিং এর বিস্তার ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্যও আগামীতে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও জব ফেয়ার আয়োজনের চিন্তা করা হচ্ছে।