বাংলাদেশে আবারও সুষ্ঠু নির্বাচনের তাগিদ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনসহ গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে আলোচনা করেন। নিউইয়র্কে গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এ বৈঠক হয়।
বৈঠক শেষে উজরা জেয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি টুইট করেন।
পররাষ্ট্র সচিবের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে উজরা জেয়া লেখেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পোস্টে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তার গুরুত্ব নিয়ে আলোচনা করতে ফের বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়।