বিশ্বকাপ দল বিশ্লেষণ
ভারতের শক্তিমত্তা, দুর্বলতা ও সম্ভাবনা
সময়ের হিসেবে মাত্র ১৫ দিন। এরপরই পর্দা উঠবে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের। ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরে অংশ নেবে ১০টি দল। বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্ব প্রমাণের সবচেয়ে বড় আসর এই ওয়ানডে বিশ্বকাপ। ভারতের ১০টি ভিন্ন শহরের ১০টি স্টেডিয়ামে সব মিলিয়ে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রতি বিশ্বকাপেই সম্ভাব্য ফেভারিট তালিকায় থাকে ভারত। এবারও তার ব্যতিক্রম নয়। সাম্প্রতিক ফর্ম আর ঘরের মাঠে খেলা হওয়ায় ফেভারিট হিসেবে ভারতের নামেই শোনা যাচ্ছে জোরেশোরেই। দীর্ঘদিন ধরে বৈশ্বিক আসরে শিরোপা জিততে না পারা রাহুল দ্রাবিড়ের শিষ্যরা কতটা প্রস্তুত? দলের শক্তিমত্তা বা দুর্বলতা কি, সেটা একটু জেনে নেওয়া যাক।
বিশ্বকাপে ভারতের রেকর্ড : বিশ্বকাপে ভারতের রেকর্ড সমীহ জাগানিয়া। এখন পর্যন্ত ১২টি বিশ্বকাপে অংশগ্রহণ করা ভারত দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রথমে কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ সালে। আর পরবর্তীতে ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে। এছাড়াও চারটি বিশ্বকাপে সেমিফাইনাল ও একটি বিশ্বকাপে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় টিম ইন্ডিয়াকে।
ভারতের স্কোয়াড পর্যালোচনা : এখন পর্যন্ত যতগুলো দল বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে, তাদের প্রায় সবাই নতুন কোনো মুখ রেখেছে দলে। তবে সেদিক থেকে ব্যতিক্রম ভারত। নতুন কোনো মুখ নয়, অতীতে জাতীয় দলে খেলা পরীক্ষিত ক্রিকেটারদের নিয়েই দল গড়েছে আয়োজক ভারত।
বিশ্বকাপে ভারতের স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি, অক্ষর প্যাটেল, ইষাণ কিশান ও সূর্যকুমার যাদব।
ভারতের শক্তিমত্তা : ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় স্বাভাবিকভাবেই ভারত অন্য যেকোনো দল থেকে এগিয়ে থাকবে। রোহিত শর্মার দলের অন্যতম শক্তির জায়গা ব্যাটিং ইউনিট। ওপেনিংয়ে রোহিত শর্মা, শুভমান গিলদের মতো তারকা ব্যাটারদের পাশাপাশি টপ অর্ডারে বিরাট কোহলি ও কেএল রাহুলরা প্রতিপক্ষের বোলারদের জন্য দুশ্চিন্তার অন্যতম কারণ। সদ্য সমাপ্ত এশিয়া কাপে এই তারকাদের সাম্প্রতিক ফর্ম ভারতকে আশা দেখাচ্ছে। এছাড়াও বোলিংয়ে সিরাজ, বুমরাহ, কুলদ্বীপরা বেশ কার্যকরী। তাদেরকে সামলাতেও বাড়তি পরিকল্পনা করতে হবে প্রতিপক্ষ ব্যাটারদের।
ভারতের দুর্বলতা : ব্যাটিং ইউনিটে ভারতের অন্যতম দুর্বলতা মিডল অর্ডারদের ব্যর্থতা। সাম্প্রতিক কয়েকটি সিরিজে জ্বলে উঠতে পারেনি মিডল অর্ডাররা। বিশেষ করে গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভালোভাবেই ফুটে উঠেছে মিডল অর্ডারদের দুর্বলতা। এছাড়াও বিশ্বমানের স্পিনের বিরুদ্ধে বেশ ভুগতে দেখা যায় ভারতীয় ব্যাটারদের। সবশেষ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জয় পেলেও লঙ্কান বোলার দুনিথ ভেল্লালাগের স্পিন জাদুতে অসহায় আত্মসমর্পণ করতে দেখা গেছে রোহিত-কোহলিদের।
ভারতের সম্ভাবনা : ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপ জয়ের পর ভারতের সামনে সুযোগ ফের শিরোপা নিজেদের করে নেওয়ার। যদিও গত এক যুগে বৈশ্বিক আসরে ভারতের পারফরম্যান্স খুব একটা আশাব্যাঞ্জক ছিল না। তবে সাম্প্রতিক ফর্ম আর পরীক্ষিত ক্রিকেটারদের নিয়ে দল গড়ায় ভারতকে শিরোপার অন্যতম দাবিদার বলাই যায়।