মুক্তি পেল ভারত বিশ্বকাপের থিম সং ‘দিল জশন বোলে’
ক্রিকেট বিশ্বকাপের দামামা বাজতে শুরু করেছে, আর কয়েকদিন বাদেই ভারতে শুরু হচ্ছে মহারণ। বিশ্ব আসরে ‘অফিসিয়াল এন্থেম’ ভক্ত-সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। এবার বিশ্বকাপ সামনে রেখে অফিসিয়াল থিম সং প্রকাশ করেছে আইসিসি।
আজ বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আইসিসি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে আসন্ন বিশ্বকাপের থিম সং প্রকাশ করে। এবারের বিশ্বকাপের থিম সংয়ের নাম ‘দিল জশন বোলে’। যার বাংলা অর্থ ‘মনটা উৎসব উৎসব করছে’। থিম সংয়ের সুর করেছেন প্রীতম। থিম সংয়ের ভিডিওতে মুখ্য ভূমিকায় দেখা গেছে অভিনেতা রণবীর সিংহকে। রণবীর পরণে ছিল নেভি ব্লু রংয়ের শার্ট। সঙ্গে মেরুন ব্লেজার। মানানসই টুপি।
থিম সংয়ের ভিডিওতে দেখা যায়, ওয়ানডে এক্সপ্রেস নামের একটি ট্রেনে অভিনেতা রণবীরসহ অংশগ্রহণকারী দেশগুলোর ভক্ত-সমর্থকরা আনন্দে মেতেছেন। ছিল ভারতের জনপ্রিয় সব ইউটিউবাররাও। এছাড়াও ট্রেনের ছাদে গিটার নিয়ে সংগীত পরিবেশন করতে দেখা যায় প্রীতমকে। বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সমর্থকদের ট্রেনের ভেতর ক্রিকেট খেলতেও দেখা যায়।
২০১১ সালের বিশ্বকাপের থিম সং ছিল দে ঘুমাকে। হিন্দির পাশাপাশি বাংলা ও সিংহলি ভাষায় প্রকাশিত হয়েছিল সেই থিম সং। থিম সং ছাড়াও বিশ্বকাপে নানান আয়োজন আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। উদ্বোধনী ম্যাচের আগের দিন ৪ অক্টোবর বিশ্বকাপ ট্রফির সঙ্গে অধিনায়কদের ফটোসেশনও হবে। আর উদ্বোধনী অনুষ্ঠানে ১০ অধিনায়ককে নিয়েও থাকছে বিশেষ আয়োজন।