দারুণভাবে ফিরলেন তামিম
চোটের কারণে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান যখন এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়েন, তখন আবার দলে জায়গা পান তামিম ইকবাল। এর আগে এশিয়া কাপের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। ঘরের মাঠে এশিয়া কাপে তিনি অবশ্য খুব একটা সাফল্য পাননি। পাকিস্তান ও ভারতের বিপক্ষে সেই দুই ম্যাচে তিনি নিয়েছেন মাত্র ২০ রান।
শুধু এশিয়া কাপেই নয়, জাতীয় দলের হয়ে গত বেশ কিছুদিন ধরেই খুব একটা ফর্মে নেই তামিম। ২০১২ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বশেষ অর্ধশতক করেছিলেন তিনি। সে ম্যাচে তিনি ৬১ বলে ৮৮ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছিলেন, যেটি এখন পর্যন্ত তাঁর সবচেয়ে সেরা ইনিংস।
টি-টোয়েন্টিতে এরপর দীর্ঘদিন ধরেই ভালো কোনো ইনিংস খেলতে পারছিলেন না এই বাঁহাতি ব্যাটসম্যান। এবার ঠিক সময়ে ফর্মে ফিরেছেন তিনি, টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে দলের অন্য ব্যাটসম্যানরা যখন ব্যর্থ হয়েছেন, ঠিক তখনই একপাশ আগলে রেখে দলের ইনিংসটাকে বড় করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তিনিই। সে সঙ্গে নিজেও খেলেছেন দারুণ একটি ইনিংস।
বুধবার ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে তামিম ৫৮ বলে ৮৩ দুর্দন্ত একটি ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন। এই ইনিংসটি সাজিয়েছেন তিনি ছয়টি চার ও তিনটি ছক্কার মার দিয়ে।
টি-টোয়েন্টিতে তামিমের এটি দ্বিতীয় সেরা ইনিংস এবং চতুর্থ অর্ধশতক।
এই নেদারল্যান্ডসের বিপক্ষেও তামিমের আরো দুটি অর্ধশতক রয়েছে। ২০১২ সালের জুলাইতে দ্য হেগে এই ডাচদের বিপক্ষে ৬৯ ও ৫০ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। আবার সেই নেদারল্যান্ডসকে পেয়েই যেন জ্বলে উঠলেন বাংলাদেশ দলের এই মারকুটে ব্যাটসম্যান।