চূড়ান্ত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের তিনটি ভেন্যু
আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ২০২৪ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো ক্রিকেটের বড় কোনো আসর আয়োজিত হতে চলেছে যুক্তরাষ্ট্রে। দেশটির তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) ভেন্যুগুলোর নাম প্রকাশ করেছে আইসিসি। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের তিনটি শহর নিউইয়র্ক, ফ্লোরিডা ও ডালাসের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মার্কিন পর্বের খেলা। নিউইয়র্কের নাসাউ কাউন্টি, ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টি ও ডালাসের গ্র্যান্ড প্রায়ারে স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছে আইসিসি।
এ প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, ‘আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যুর চূড়ান্ত ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। কৌশলগত দিক থেকে যুক্তরাষ্ট্রের বাজার খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের বৃহত্তম ক্রীড়া বাজার ধরতে এই তিনটি ভেন্যু আমাদের জন্য দারুণ সুযোগ বয়ে আনবে। যুত্তরাষ্ট্রে ক্রিকেটের ফ্যানবেজ তৈরিতে আশাকরি বিশ্বকাপ ভূমিকা রাখবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হবে ২০২৪ সালের ৪ জুন। শেষ হবে ৩০ জুন। আসরে প্রথমবারের মতো অংশ নেবে ২০টি দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।