ঘুষের রেট নির্ধারণ করে দেওয়া সেই এসিল্যান্ড বরখাস্ত
সেবা নিতে আসা মানুষের কাছ থেকে ঘুষের রেট নির্ধারণ করে দেওয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) মাসুদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচবি আব্দুস সবুর মণ্ডল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘ঘুষ লেনদেনের রেট নির্ধারণ করে দেওয়ার অভিযোগের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলার পর তাকে দায়িত্ব থেকে বিরত রাখা উচিত বলে মনে করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।’ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে।
পিরোজপুরের নাজিরপুরে জমির নামজারি করার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা ছয় হাজার টাকা ঘুষ নেবেন, এমন রেট নির্ধারণ করে দেন এসিল্যান্ড মাসুদুর রহমান। এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। আজ মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।