বিশ্বকাপে টেকনিক্যাল পরামর্শক হয়ে ফিরছেন শ্রীরাম
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করেছিলেন শ্রীধরন শ্রীরাম। বাংলাদেশের ক্রিকেটে আরও একবার যুক্ত হচ্ছেন এই ভারতীয় কোচ। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সাকিব-তামিমদের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিসিবি জানায়, গৌহাটিতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ থেকে দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। মূল আসরের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে ২৭ সেপ্টেম্বর গৌহাটি যাবেন সাকিব আল হাসানরা। ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ২ অক্টোবর ইংল্যান্ডের সঙ্গে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা।
নিজের প্রথম মেয়াদে শ্রীরামের পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক ছিল না। সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের সিরিজ দিয়ে তার যাত্রা শুরু হয়েছিল। এরপর তার অধীনেই বাংলাদেশ খেলেছিল বিশ্বকাপ। তার অধীনে বাংলাদেশ ১৩ টি-টোয়েন্টি খেলে চারটি জিতলেও হেরেছে ৯টিতে।
খেলোয়াড়ী জীবনে শ্রীরাম ভারতের জার্সিতে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত খেলেছেন ৮টি ওয়ানডে। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ছিল তার বর্ণাঢ্য ক্যারিয়ার। রঞ্জি ট্রফিতে এক মৌসুমে ১ হাজার ৭৫ রান করার রেকর্ড আছে ৪৬ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের।
২০১৮ থেকে ২০২২ সালে অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবে কাজ করেছেন শ্রীরাম। ২০১৫-২০১৮ পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার পরামর্শক হিসেবে কাজ করেন ভারতের সাবেক এই ক্রিকেটার।