টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও সাত ভেন্যু চূড়ান্ত
আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ২০২৪ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো ক্রিকেটের বড় কোনো আসর আয়োজিত হতে চলেছে যুক্তরাষ্ট্রে। দেশটির তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ। গত ২০ সেপ্টেম্বর ভেন্যুগুলোর নাম প্রকাশ করেছে আইসিসি। এবার ওয়েস্ট ইন্ডিজের সাতটি ভেন্যুর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এতে চূড়ান্ত হলো ২০২৪ বিশ্বকাপের ১০ ভেন্যুর সবগুলোই।
দ্বীপ দেশ ওয়েস্ট ইন্ডিজের সাতটি আলাদা শহরে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ পর্বের ম্যাচগুলো। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা, বার্বাডোজ, ডমিনিকা, গায়ানা, সেন্ট লুসিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্র্যানাদাইন্সের সাত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনটি শহর নিউইয়র্ক, ফ্লোরিডা ও ডালাসের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মার্কিন পর্বের খেলা। নিউইয়র্কের নাসাউ কাউন্টি, ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টি ও ডালাসের গ্র্যান্ড প্রায়ারে স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছে আইসিসি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হবে ২০২৪ সালের ৪ জুন, শেষ হবে ৩০ জুন। আসরে প্রথমবারের মতো অংশ নেবে ২০ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।