মেসিকে থামানোর পরিকল্পনা আছে, তবে সেটি বলব না : হিউস্টন কোচ
ফুটবল পায়ে জাদুর চমক দেখিয়ে চলেছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে ইতোমধ্যে ১২ ম্যাচে করেছেন ১১ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন পাঁচটি। নতুন ক্লাবে পা রাখার কিছুদিনের মধ্যেই মায়ামিকে প্রথম শিরোপা উপহার দিয়েছেন আর্জেন্টাইন এই তারকা। লিগস কাপের পর এবার মিশন ইউএস ওপেন কাপ।
ইউএস ওপেন কাপের ফাইনালে আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় হিউস্টন ডায়নামোর মুখোমুখি হবে ইন্টার মায়ামি। চোটগ্রস্ত মেসি খেলবেন কি না সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানাননি মায়ামি কোচ টাটা মার্টিনো। পায়ের পেশির পুরোনো চোট গোটা মাসজুড়েই ভোগাচ্ছে মেসিকে।
নিজের দিনে মেসি কেমন তা তো আর বলতে হয় না। সেটি ভালো করেই জানেন হিউস্টন কোচ বেন ওলসেন। মেসি যদি খেলেন, তিনি যে এক্স ফ্যাক্টর হবেন, সেটি জানেন ওলসেন। তাই, মেসির জন্য পরিকল্পনা সাজিয়ে রেখেছেন তিনি। তবে, তা কাউকে জানাতে নারাজ ওলসেন।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গোল ডটকমকে ওলসেন বলেন, ‘মেসিকে নিয়ে আমাদের অবশ্যই পরিকল্পনা আছে। কিন্তু, এর মতো এমন আইকনিক খেলোয়াড়কে নিয়ে কোনো পরিকল্পনা আমরা জানাব না। তাই, আমার পরিকল্পনা থাকলেও তা জানাব না কাউকে।’