ইটিভির সাবেক চেয়ারম্যান সালাম রিমান্ডে
বেসরকারি একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক শামসুল আলম সালামকে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মো. খুরশীদ আলম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে আজ আবদুস সালামের পক্ষে জামিনের আবেদন করা হলে বিচারক জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে রিমান্ড শুনানি করেন কবির হোসাইন। অপরদিকে সালামের পক্ষে শুনানি করেন এহসানুল হক সমাজী।
চলতি বছরের ২ মার্চ রাজধানীর তেজগাঁও থানায় দুদকের উপপরিচালক শামসুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন ।
এজাহারে বলা হয়েছে, বেসরকারি একুশে টেলিভিশনের চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালীন আবদুস সালাম প্রতিষ্ঠানের বিজনেস প্রমোশন, লিগ্যাল, বিনোদনসহ বিভিন্ন খাতের ভুয়া বিল দেখিয়ে টাকা আত্মসাৎ করেন।
পর্নোগ্রাফির একটি মামলায় গত বছরের ৬ জানুয়ারি থেকে আবদুস সালাম বর্তমানে কারাগারে আটক রয়েছেন। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটি মামলাও রয়েছে।