পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর মিছিলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫২
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বের হওয়া মিছিলে আত্মঘাতী বোমা হামলায় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্তত ৫২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মাসতুং জেলার স্থানীয় হাসপাতালগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ডন।
মাসতুং জেলার শাহেদ নওয়াব গৌয়াস বাকশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সায়েদ মিরওয়ানি হতাহতের বিষয়টি ডনকে নিশ্চিত করেছেন। আর পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সিটি স্টেশন হাউস অফিসার (এসএইচও) মোহাম্মদ জাবেদ লেহরি। এছাড়া জেলা স্বাস্থ্য কর্মকর্তা (ডিএইচও) আব্দুল রাজ্জাক শাহিও বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. সায়েদ মিরওয়ানি বলেন, ‘আমাদের এখানে এখন পর্যন্ত ২৮টি মরদেহ আনা হয়েছে। আর মাসতুং জেলা হাসপাতালে ছয়টি মরদেহ নেওয়া হয়েছে।’
কয়েক ডজন আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে ডা. মিরওয়ানি বলেন, ‘আশঙ্কাজনক অবস্থায় ২০ জনকে কোয়েটায় পাঠানো হয়েছে। মরদেহ ও আহত ব্যক্তিদের উদ্ধার প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে।’
এর আগে মাসতুং পুলিশের সহকারী কমিশনার আত্তাহুল মুনিম জানিয়েছিলেন, বিস্ফোরণে ১৫ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলফালাহ রোডের মদিনা মসজিদের পাশে র্যালির জন্য মানুষদের জড়ো হওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান তিনি।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ডিএসপি নওয়াজ গিসকোরির গাড়িতেই এ বিস্ফোরণটি হয়। এ সময় মিছিলের পাশেই ছিলেন তিনি।’
সিটি স্টেশন হাউস অফিসার (এসএইচও) মোহাম্মদ জাবেদ লেহরি বলেন, ‘এটি আত্মঘাতী হামলা।’
বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে বেশ কয়েকটি রক্তাক্ত মরদেহ দেখা গেছে। তবে, এসব ছবি ও ভিডিও যাচাই করা সম্ভব হয়নি।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানা আচাকাজি বলেন, ‘মাসতুংয়ে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। গুরুতর আহত ব্যক্তিদের কোয়েটায় স্থানান্তর করা হচ্ছে। সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।’
বিস্ফোরণটি ‘অসমর্থনযোগ্য’ আখ্যা দিয়ে জানা আচাকাজি বলেন, ‘বিদেশিদের সহায়তায় শত্রুরা বেলুচিস্তানের ধর্মীয় সহনশীলতা ও শান্তি বিনষ্ট করতে চায়।’
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।