দেশ এখন হাইস্পিড গতিতে এগিয়ে চলছে : নৌপরিবহণ প্রতিমন্ত্রী
নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন হাইস্পিড গতিতে এগিয়ে যাচ্ছে। এতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেকের কষ্ট হচ্ছে। প্রতিমন্ত্রী আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) রংপুর বিভাগ সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বাংলাদেশের মানুষের বঞ্চনার ইতিহাস দূর হয়ে গেছে উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, করোনা মহামারির মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে পিছিয়ে দিতে অনেকেই সাম্রাজ্যবাদী শক্তির দিকে তাকিয়ে আছে। অন্যদের ইঙ্গিতে, ইশারায় চলছে। তবে, বাংলাদেশের মানুষের চোখ খুলে গেছে।’
সংগঠনের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য উন্মে কুলসুম স্মৃতি, সংগঠনের জ্যেষ্ঠ সদস্য শামসুল হক দুররানী, সংগঠনের জ্যেষ্ঠ সদস্য আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, সদস্য মশিউর রহমান, সংগঠনের সাবেক আহবায়ক ও নর্থ বেঙ্গল ফোরামের সভাপতি নজমুল হক সরকার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরুল কায়সার ইমন।