এম এ আজিজ স্টেডিয়ামের দিকে তাকালে মনে হয় যেন খাদ্যমেলা
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ ক্রিকেট দলের অসংখ্য সুখস্মৃতি। কিন্তু, সেই স্টেডিয়ামের সামনে গেলে এখন দেখা যাবে ভিন্ন চিত্র। মাঠ তার চেনা রূপ হারিয়েছে বহু আগেই। বর্তমানে কেউ স্টেডিয়ামে গেলে ভুল করে ভেবে বসতে পারে, এখানে বুঝি খাদ্যমেলা বসেছে।
২০০৯ সাল থেকে চট্টগ্রাম জেলা ক্রীড়া পরিষদ বিভিন্ন ব্যবসায়ীদের ইজারা দিয়েছেন মাঠের বিভিন্ন অংশ। যেখানে গড়ে উঠেছে অসংখ্য হোটেল ও রেস্টুরেন্ট। অনেকে ব্যবসার পরিধি বাড়াতে বরাদ্দকৃত জায়গার চেয়ে বেশি অংশ নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বিভাগীয় কার্যালয়ের সামনে ২০০৯ সাল থেকে কারাতে প্রশিক্ষণ দিয়ে আসছে চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন। কিন্তু, সেই জায়গাটুকু্ও সংকুচিত হয়ে আসছে দিন দিন।
এ প্রসঙ্গে চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাওসার আহমেদ এনটিভিকে বলেন, ‘আগে পুরো এলাকাজুড়ে আমাদের মাঠটা ছিল। পরবর্তীতে হোটেলগুলো হওয়ায় জায়গাটা সংকুচিত হয়ে আসছে।’
এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. আসলাম হোসেন খান বলেন, ‘অস্থায়ী দোকানগুলো উঠানোর জন্য জেলা পরিষদ উদ্যোগ নিয়েছিল। হোটেল মালিকদের সময় বেঁধে দেওয়া হয়েছিল। আমরা আগামী রোববারের মধ্যে আরেকটি চিঠি দেওয়ার চেষ্টা করব তাদের।’