নেইমারের পেনাল্টি মিসের পরও আল হিলালের হাসি
আল হিলালের জার্সিতে অভিষেক ম্যাচে পেনাল্টি করার সুযোগ পাননি নেইমার। সেদিন সতীর্থ সালেম আল-দাওসারি পেনাল্টি নেন। সেখান থেকে গোলও করেন। তখন দল জিতলেও সালেম আল-দাওসারিকে পেনাল্টি দেওয়ার জন্য দর্শকরা সমালোচনা করে আল হিলালকে নিয়ে। কারণ, দর্শকরা চেয়েছিলেন পেনাল্টি যেন নেন ব্রাজিল সুপার স্টার।
এবার ভক্তদের সেই আশা পূরণ করল আল হিলাল। গতকাল শুক্রবার(২৯ সেপ্টেম্বর) রাতে সৌদি প্রো লিগের ম্যাচেই আল শাবাবের বিপক্ষে পেনাল্টি পায় আল হিলাল। তখন নেইমারকেই দায়িত্ব দেয় শ্যুট নেওয়ার জন্য।
কিন্তু নেইমার রাখতে পারেননি ভরসার ম্যান। পেনাল্টিটা মিস করে বসেন ব্রাজিল তারকা। তবে, ম্যাচে নেইমার পেনাল্টি মিস করলেও আল শাবাবকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে হিলাল। এই জয়ে জয়ে সৌদি প্রো লিগে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ক্লাবটি।
দলের ম্যাচে গোল করেছেন কালিদু কুলিবালি। ম্যাচের ৬৮ মিনিটে অবশ্য গোলটি করতে অবদান রাখেন নেইমার। এরপর হিলালের দ্বিতীয় গোলেও অবদান রাখেন নেইমার। সেটি মিত্রোভিচের পা থেকে এলেও গোল পেতে বড় ভূমিকা রাখেন সাবেক এই পিএসজি তারকা। এ ছাড়া পুরো ম্যাচে আল হিলালের হয়ে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করেন নেইমার। সতীর্থদের গোলে ভূমিকা রাখলেও নিজের নামের পাশে গোলটা লেখাতে পারেননি ব্রাজিল সুপারস্টার।