স্টেইনের চোখে বিশ্বকাপে সম্ভাব্য সেরা পাঁচ পেসার
কোন চার দল যাবে সেমি-ফাইনালে, সবচেয়ে বেশি রান কে করবে, কে ই বা পাবে সবথেকে বেশি উইকেট। বিশ্বকাপ নিয়ে নিজেদের ভাবনা জানাচ্ছেন সাবেক কিংবদন্তি ক্রিকেটাররা। যে তালিকায় এবার যোগ হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি পেসার ডেল স্টেইন। আসন্ন বিশ্বকাপে সম্ভাব্য সেরা পাঁচ পেসারকে বেছে নিলেন তিনি।
গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) আইসিসির পোস্ট করা ভিডিওতে দেখা যায় স্টেইন বেছে নিচ্ছেন বিশ্বকাপে তার পছন্দের সেরা পাঁচ পেসার। কেন তারা সেরা তার ব্যাখাও দিয়েছেন স্টেইন। তালিকায় সবার ওপরে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজকে রেখেছেন স্টেইন।
সিরাজ প্রসঙ্গে স্টেইনের ব্যাখা,‘ভারতের মোহাম্মদ সিরাজ, বল স্যুইং করিয়ে ভেতরে ঢুকাতে পারে। ভারতের মূল বোলার।'
তালিকার দুই নম্বরে স্বদেশী রাবাদাকে রেখেছেন স্টেইন। রাবাদা প্রসঙ্গে স্টেইনের ভাষ্য,‘কাগিসো রাবাদা আমার অন্যতম প্রিয় বোলার। অনেক বাউন্স আদায় করতে পারে, দারুণ গতিময়। ভারতের কন্ডিশন তার খুব চেনা।'
তালিকায় তিনে আছেন পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। রোহিত শর্মার বিপক্ষে তার বোলিং দেখতে মুখিয়ে থাকবেন সাবেক প্রোটিয়া তারকা। আফ্রিদি প্রসঙ্গে তিনি বলেন, ‘শাহিন শাহ আফ্রিদির বোলিং দেখার মতো কিছু হবে। বিশেষ করে সে যখন রোহিত শর্মাকে বল করবে।'
এরপর চারে নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্টকে আসরের সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে দেখতে চান স্টেইন। বোল্ট এবার সর্বোচ্চ উইকেট পাবেন বলে বিশ্বাস তার, 'ট্রেন্ট বোল্ট বল ভেতরে ঢুকাতে পারে, দারুণ উইকেট টেকার। আমার মনে হয় এবার বিশ্বকাপে সে সর্বোচ্চ উইকেট পাবে।'
তালিকার সর্বশেষ নাম মার্ক উড। ইংলিশ এই পেসার এবার গতির ঝড় তুলবেন বলে ধারণা স্টেইনের। উড প্রসঙ্গে তিনি বলেন, 'মার্ক উড- তার প্রচণ্ড গতি আছে। অনেক উইকেট পায়। গতি দিয়ে ভীতি সঞ্চার করতে পারে।'
উল্লেখ্য, আর তিন দিন পরেই মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলায় ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলো। ৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।