এমপির বিচার দাবিতে গজারিয়া উপজেলা আ.লীগের আলটিমেটাম
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে গজারিয়া উপজেলা আওয়ামী লীগ। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন অনুষ্ঠানে আসা নেতাকর্মীদের উপর হামলা করেছে তাঁর অনুসারীরা।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠোর কর্মসূচি দেবে বলে হুঁশিয়ারী দেন।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, গত শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গজারিয়া থেকে ট্রলারযোগে জেলা সদরে যান উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় গজারিয়া উপজেলা আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে এমপির অনুসারীরা। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় মামলা করতে চাইলেও আইনশৃঙ্খলা বাহিনী তা নেয়নি। এতে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হলেও স্থানীয় বিএনপি-জামায়াতসহ আওয়ামীবিরোধীদের পৃষ্ঠপোষকতা করায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অতিষ্ঠ।
পাকিস্তানি সেনাদের স্টাইলে হামলা অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম বলেন, এ ঘটনায় দ্রুত তদন্ত করে বিচার করতে হবে। বিচার না হলে আগামীকাল সোমবার (২ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (৫ অক্টোবর) উপজেলার সব ইউনিয়নে ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ করা হবে।
সংবাদ সম্মেলনে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহ, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাতি শাহজাহান খান, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা উপস্থিত ছিলেন।