হোটেলে খেয়ে বিল না দেওয়া সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে তদন্ত কমিটি
হোটেলে ভাত খেয়ে বিল না দেওয়া কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মারুফ আদনানের বিরুদ্ধে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। রোববার (১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অভিযোগ যাচাইয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের তদন্ত কমিটিতে আছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি খাদিমুল বাশার জয়, রবিউল হাসান রানা, উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সাহিদুল ইসলাম শাকিল ও উপ-আইন সম্পাদক আহসান হাবীব সজীব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের বিরুদ্ধে কক্সবাজার শহরের কলাতলীর একটি রেস্টুরেন্টে সাতমাস খাবার খেয়ে বিল না দেওয়ার অভিযোগ তোলেন রেস্টুরেন্ট মালিক সাহাব উদ্দিন। এ নিয়ে থানায় অভিযোগ দেন তিনি।
পরে এ বিষয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। যার পরিপ্রেক্ষিতে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক মারুফ আদনানের বিরুদ্ধে উঠা অভিযোগের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এ ছাড়া কমিটিকে ৭ কর্ম দিবসের মধ্যে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।