থাইল্যান্ডের শপিংমলে বন্দুক হামলায় নিহত দুই, কিশোর গ্রেপ্তার
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি অভিজাত শপিংমলে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যদিও, আগে তিনজনের নিহতের খবর জানানো হয়। এ ঘটনায় ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর এএফপির।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানায়, ব্যাংককের কেন্দ্রস্থল সিয়াম প্যারাগন শপিংমলে স্থানীয় সময় আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলের দিকে বন্দুকধারীর হামলায় পাঁচজন আহত হয়েছে। আর নিহত দুজনই নারী। তারা চীন ও মিয়ানমারের নাগরিক। আর শপিংমলের তৃতীয় তলা থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। ওই কিশোরকে পাথুমওয়ান থানায় স্থানান্তরিত করা হয়েছে, যা শপিং মল থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত।
কি কারণে ওই কিশোর হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও কোনো কিছু জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ প্রধান পোল জেনারেল তোরসাক সুকভিমল বলেন, ‘মানসিক স্বাস্থ্য নিয়ে রাজভিথি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন ওই কিশোর। কিন্তু, সম্প্রতি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল সে। কাকে গুলি করতে হবে তা অন্য একজন ওই কিশোরকে জানিয়েছে বলে স্বীকার করেছে গ্রেপ্তারকৃত।’
প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বিশৃঙ্খল দৃশ্যের কথা জানিয়েছেন। তারা জানান, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে (গ্রিনিচ মান অনুযায়ী সময় ০৯৩০) সিয়াম প্যারাগন মলে গুলি চালানো হয়।
এ ঘটনায় শোক জানিয়েছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনি। তিনি বলেন, ‘নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) স্রেথা থাভিসিনি লেখেন, ‘এখন আমার প্রধান কাজ ও যে বিষয়ে সবচেয়ে বেশি চিন্তা করি, তা হলো সকল নাগরিকের নিরাপত্তা। আমি সমস্ত কর্মীদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলেছি।’
গ্রেপ্তারকৃত কিশোর শপিং মল থেকে কয়েক মিটার দূরে থাকা একটি বেসরকারি স্কুলের ছাত্র বলে জানা গেছে। এক বিবৃতিতে ওই স্কুল কর্তৃপক্ষ জানায়, ‘আমরা হামলায় জড়িতদের বিরুদ্ধে তদন্তকারীদের তদন্তে সাহায্য করব।’