ভারতে যেসব খাবারের স্বাদ নিতে চান সাকিব-তাসকিনরা
ওয়ানডে বিশ্বকাপের আর একদিন বাকি। এরপরই শুরু হবে মাঠের লড়াই। ব্যাট-বল হাতে জয়ের লড়াইয়ে নামার আগে দলগুলোকে ছুটতে হবে ভারতের বিভিন্ন শহরে। দেশটির ১০টি শহরে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। ক্রিকেটারদের কাছে তাই সুযোগ পর্যটনের জন্য বিখ্যাত দেশটি ঘুরে দেখারও।
ভ্রমণের সঙ্গে খাবারের রয়েছে নিবিড় যোগসূত্র। বিশেষত, মসলাদার খাবারের জন্য দুনিয়াজোড়া খ্যাতি ভারতের। বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের কয়েকজন তারকার কাছে আইসিসি জানতে চেয়েছিল, ভারতে কোন খাবারটির স্বাদ নিতে চান তারা। বলতে হবে নির্দিষ্ট একটি খাবারের নামই।
আজ মঙ্গলবার (৩ অক্টোবর) আইসিসি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি রিলস প্রকাশ করে। সেখানে খাবার নিয়ে কথা বলেন অধিনায়ক সাকিব আল হাসান, অলরাউন্ডার মাহমুদউল্লাহ ও পেসার তাসকিন আহমেদ।
ভারতে মাহমুদউল্লাহর পছন্দ বাটার চিকেন, সাকিব টেস্ট করতে চান মাটন রোগান জোস। তাসকিন চান অনেক অনেক মজাদার খাবার খেতে। চান বিভিন্ন রকমের বিরিয়ানির স্বাদ নিতে।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ৭ অক্টোবর, প্রতিপক্ষ আফগানিস্তান। টুর্নামেন্ট শুরুর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে ক্রিকেটারদের আত্মবিশ্বাসের পালেও লেগেছে ফুরফুরে হাওয়া।