খেলা দেখতে বন্ধুদের মাঠে না আসার অনুরোধ কোহলির
ক্রিকেট উন্মাদনায় অন্য যে কোনো দেশ থেকে অনেকটাই এগিয়ে ভারত। ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শ্রেষ্ঠত্বের মুকুট পড়া দেশটি ফের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক। ঘরের মাঠেই এবার ১২ বছরের অপেক্ষার অবসানে রোহিত শর্মার দিকে তাকিয়ে ভারতবাসী।
বিশ্বকাপের টিকিটের চাহিদা তুঙ্গে। অনলাইনে টিকিট বিক্রি শুরুর হওয়ার পরেই ভারতের সব ম্যাচের টিকিট হু হু করে শেষ হয়ে গিয়েছে। অনেকে অভিযোগ করেছেন, টিকিট বিক্রি শুরু হওয়ার আগে থেকে প্রস্তুতি নিয়েও টিকিট কাটতে পারেননি তারা। স্বাভাবিকভাবেই টিকিট পেতে ক্রিকেট সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে থাকেন অনেকে। যে তালিকায় আছেন ক্রিকেটাররাও।
ক্রিকেটারদের অনেক পরিচিতজনই তাদের কাছে টিকিটের আবদার করে থাকেন। ক্রিকেটাররাও নিয়মিত তাদের সেই আবদার পূরণও করেন। তবে এবার বিশ্বকাপের আগেই পরিচিত বন্ধুদের টিকিট না চাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি।
আজ বুধবার (৪ অক্টোবর) নিজের ইনস্টাগ্রামে এক স্টোরিতে পরিচিতজনদের উদ্দেশে কোহলি লেখেন,‘বিশ্বকাপ যখন চলে এসেছে আমি আমার বন্ধু বান্ধবদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাকে যেন টিকিটের জন্য অনুরোধ না করা হয়। তোমরা বাসা থেকেই খেলা দেখতে পারো (হাসির ইমোজি)।’
এদিকে বিশ্বকাপ শুরুর আগে নতুন করে আলোচনায় কোহলি। স্ত্রী আনুশকা শর্মা নাকি দ্বিতীয়বার মা হতে চলেছেন। যার ফলে মঙ্গলবার প্রস্তুতি ম্যাচ খেলতে দলের সঙ্গে যাননি কোহলি। তিনি চলে গেছেন মুম্বাইতে। তবে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছেন তিনি।