আপনার জিজ্ঞাসা
মহিষ দিয়ে কোরবানি দেওয়া নিয়ে কোনো দ্বিমত আছে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৯২তম পর্বে শহীদুল ইসলাম জানতে চেয়েছেন, মহিষ দিয়ে কোরবানি দেওয়া নিয়ে কোনো দ্বিমত আছে কি? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : মহিষ দিয়ে কোরবানি নিয়ে আলেমদের মধ্যে কোনো দ্বিমত আছে কি?
উত্তর : ধন্যবাদ আপনাকে। মহিষ দিয়ে কোরবানি দেওয়া যাবে কি না এটা নিয়ে কোনো দ্বিমত নেই। যিনি বলবেন দ্বিমত আছে সেটা তার সৃষ্টি। মহিষ দিয়ে কোরবানি দিতে কোনো বাধাই নেই। নামের কারণে হয়তো এটা মহিষ। কিন্তু এটাও এক প্রকারের গরু। গরু বলতে শুধু একটি জাতকেই বুঝানো হয়নি। গরু বলতে নির্দিষ্ট কোনো প্রকারকে বোঝানো হয়নি। তাই মহিষ দিয়ে কোরবানি দেওয়া নিয়ে কোনো কথাই ওঠেনি। এটি নিশ্চিত থাকুন।