কবি আসাদ চৌধুরী আর নেই
বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি আসাদ চৌধুরী আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। এনটিভি অনলাইনকে কবির মেয়ে নুসরাত জাহান চৌধুরী (শাওলী) তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার (০৫ অক্টোবর) ভোরে কানাডার একটি হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কবিকে দেশে আনা, জানাজা ও দাফন সম্পর্কে পরে জানানো হবে। মরহুম কবির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার।
কবি আসাদ চৌধুরী বেশ কয়েক বছর ধরে সপরিবারে কানাডায় বসবাস করছেন। তিনি গত বছর নভেম্বর থেকে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। কবি আসাদ চৌধুরী ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আরিফ চৌধুরী এবং মাতার নাম সৈয়দা মাহমুদা বেগম।
১৯৮৩ সালে তার রচিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ শীর্ষক বিশেষভাবে উল্লেখযোগ্য গ্রন্থটি প্রকাশিত হয়। এছাড়া একই বছর তিনি সম্পাদনা করেন বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক গ্রন্থ ‘সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু’।
সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক পান।