সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের লেখক জন ফসে
সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের জনপ্রিয় নাট্যকার ও লেখক জন ফসে। নাটক ও গদ্যে অনন্য ভূমিকা রাখায় তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস একাডেমি তার নাম ঘোষণা করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফায়েড ‘নোবেল প্রাইজ’ অফিসিয়াল পেজেও তা জানানো হয়।
ফসের লেখা নাটক ও গদ্যের প্রশংসা করে সুইডিশ একাডেমি বলেছে, অনুচ্চারিত থেকে যাওয়া কথাগুলো লেখনিতে ফুটিয়ে তুলেছেন তিনি। তার লেখা বিশ্বজুড়ে নানা ভাষায় অনূদিত হয়েছে।
নরওয়ের এই লেখক পুরস্কারের এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (১০ লাখ ডলার) পাবেন।
গত বছর ফরাসি লেখক আনি এরনো সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই পুরস্কারের প্রবর্তন করেন সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল। তার ইচ্ছে অনুসারে গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে যারা অবদান রাখেন, তারা পান বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।