তারুণ্যনির্ভর দলে ভরসা রাখছেন শ্রাবণ্য
আসি আসি করে এসেই গেল ওয়ানডে বিশ্বকাপ। কত অপেক্ষা, কত কল্পনা, দীর্ঘ চার বছরের ক্ষণগণনা! প্রহর শেষের সোনালি আলোয় বিশ্বকাপের ছোঁয়া পেতে শুরু হয়েছে মাঠের লড়াই।
আগামী দেড় মাস সবুজ ময়দানে ১০ দলের যুদ্ধ দেখতে মুখিয়ে গোটা ক্রিকেট দুনিয়া। নিজ দেশকে নিয়ে স্বপ্নের বীজ বুনছেন ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশ দলও এর বাইরে নয়। বিশ্বকাপকে ঘিরে নিজেদের স্বপ্নে বিভোর থাকা বাঙালি ক্রিকেটপ্রেমীরাও।
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে ভারতে পর্দা উঠেছে বিশ্বকাপের। উপমহাদেশের চেনা কন্ডিশনে খেলা বলে বাংলাদেশকে নিয়ে প্রত্যাশার কমতি নেই ভক্তদের। যদিও, শক্তি-সামর্থ্যে সাকিব আল হাসানদের ঠিক ফেভারিট বলা যায় না।
তবে, সেটি মানতে নারাজ জনপ্রিয় ক্রিকেট উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। এনটিভির খেলাধুলা বিয়য়ক নিয়মিত শো গ্যালারিতে এসে শ্রাবণ্য জানালেন, তারুণ্য নির্ভর এই দলে ভারসা রাখছেন তিনি।
বাংলাদেশকে ঘিরে নিজের স্বপ্নের কথা জানিয়ে শ্রাবণ্য বলেছেন, ‘আসলে স্বপ্ন দেখতে তো কোনো মানা নেই। বাংলাদেশে দল নিয়ে আমরা স্বপ্নটা দেখি। এটাই বাস্তবতা। বাংলাদেশ কিন্তু সবসময় এমনই ছিল। আমাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে, সেটা দিয়েই কিন্তু আমরা ভালো খেলে আসছি। বিশেষ করে ওয়ানডেতে বাংলাদেশ ভালো করছে।’
বাংলাদেশের গত বিশ্বকাপের দলটাকে ধরা হয় বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা দল হিসেবে। কিন্তু সেই দল নিয়ে প্রত্যাশা পূরণ হয়নি। বাদ পড়তে হয় গ্রুপ পর্ব থেকে। সে তুলনায় এবারের স্কোয়াড অনেকটাই তারুণ্যনির্ভর। এই তরুণদের ওপর ভরসা রাখছেন শ্রাবণ্য। তাঁর কথায়, ‘গত বিশ্বকাপে আমাদের প্রত্যাশা ছিল ভলো কিছু করব, কিন্তু সেটি হয়নি। তবে, এবার তরুণ একটা দল গিয়েছে, তাদের মনোভাবটা ভিন্ন। জয়ের স্পিরিট আছে। তা ছাড়া, অধিনায়ক সাকিব আল হাসান। অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আনিকা তাসনিম। বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে আনিকা বলেন, ‘গতবার আমাদের ভালো টিম ছিল। সেটি নিয়েও আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি। সেই হিসেবে এবারের দল যেমনই হোক, মনে যদি জয়ের স্পৃহা থাকে যে আমরা জিতব, তাহলে কোনো কিছু আসলে ম্যাটার করে না। তখন ভালো করা সম্ভব। ‘