চাঁদপুরে চায়না রিং জাল পুড়িয়ে বিনষ্ট
অবৈধভাবে চায়না রিং জাল দিয়ে দেশীয় প্রজাতির মৎস্য নিধনের দায়ে চাঁদপুরের কচুয়া উপজেলায় শতাধিক রিং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ হোসেন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসানও।
উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের বাংলাবাজার, কান্দিরপাড়, চারটভাঙ্গা ও প্রসন্নকাপ বিল থেকে এসব রিং জাল জব্দ করা হয়।
ইবনে আল জায়েদ হোসেন বলেন, এসব জাল দিয়ে মাছ ধরার কারণে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত প্রায়। তাই সরকার এই জাল নিষিদ্ধ করে। এই নিষিদ্ধ রিং জাল ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।