রাজধানীতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু
রাজধানীর শাহজাদপুরের সুবাস্তু নজর ভ্যালি ভবনের ১০ তলা থেকে পড়ে পান্না আক্তার (১৪) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় পান্না আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে নিয়ে আসেন মো. জাকির হোসেন নামে এক ব্যক্তি। পরে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই গৃহকর্মীকে মৃত ঘোষণা করেন।
জাকির হোসেন বলেন, ‘গত ১ অক্টোবর স্থানীয় শাহনাজ চৌধুরী তার বাসার কাজের জন্য পান্নাকে নিয়ে আসেন। বৃহস্পতিবার ভবনটির ১০ তলা থেকে নিচে পড়ে যায়। পান্নার গ্রামের বাড়ি কুমিল্লায়।’
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’