বাংলাদেশের বিশ্বকাপ যাত্রায় মেসিদের শুভকামনা
কাতার বিশ্বকাপের সময়ে আর্জেন্টিনা ফুটবল দলের কাছে বাংলাদেশ যেন হয়ে ওঠে অতিপরিচিত নাম। এদেশের দর্শকপ্রিয়তা সেদেশে ছড়ায় মুগ্ধতা, বাড়ে সম্পর্ক। শুধু মেসি-মার্টিনেজদের কাছে নয়, গোটা আর্জেন্টিনার কাছে বাংলাদেশ এখন ভালোবাসার এক নাম। এবার বাংলাদেশ নামছে আরেকটি বিশ্বকাপ। খেলাটা ভিন্ন হতে পারে, কিন্তু দেশের জন্য আবেগ সমান। ফুটবলের আয়তক্ষেত্র নয়, ক্রিকেটের গোল সীমানায় বিশ্বকাপ মাতাতে প্রস্তুত বাংলাদেশ।
আগামীকাল শনিবার (৭ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ যাত্রা। এর আগে আজ শুক্রবার (৬ অক্টোবর) সাকিব আল হাসানদের শুভকামনা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে সেটি জানায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
শুভেচ্ছা বার্তার পোস্টে এএফএ লেখে, ‘বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি বিশ্বকাপে তাদের অভিযান শুরু করায় অনেক শুভেচ্ছা, চ্যাম্পিয়নের স্পৃহা নিয়ে বিজয়ের দিকে এগিয়ে যাও তোমরা।’
ম্যাচের আগের দিন বিশ্বজয়ী আর্জেন্টাইনদের কাছ থেকে পাওয়া এমন বার্তা নিশ্চয়ই উজ্জীবিত করবে লাল-সবুজের প্রতিনিধিদের।
ভারতে এবার তারুণ্যনির্ভর দল নিয়ে বিশ্বকাপ মিশনে নামবে বাংলাদেশ। সাকিবের নেতৃত্বে টুর্নামেন্টে ভালোর করার প্রত্যাশা সবার। এই দল নিয়ে সেমিফাইনালে যাওয়া অসম্ভব নয় বলে আজ ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানান কোচ চন্ডিকা হাতুরুসিংহে।
হাথুরুসিংহে বলেন, ‘সবাই তো বিশ্বকাপ জিততেই চায়। কিন্তু, বাস্তবতা ভিন্ন। আমরা যদি গ্রুপ পর্বে চার-পাঁচটি ম্যাচ জিততে পারি, তাহলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা থাকবে। আমাদের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল। আমার মনে হয়, সেমিতে ওঠার মতো যথেষ্ট ভালো দল রয়েছে আমাদের। তারা সেটি করতে পারবে।’