আপনার জিজ্ঞাসা
কোনো কাজ শুরুর আগে কি দোয়া চাওয়া ঠিক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৯৩তম পর্বে আনোয়ার হোসেন জানতে চেয়েছেন, কোনো কাজ শুরুর আগে কি দোয়া চাওয়া ঠিক? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : কোনো কাজ শুরুর আগে কি দোয়া চাওয়া ঠিক? এতে কি কোনো বদনজর লাগবে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। না এখানে বদনজর আসবে কীভাবে? সেটার তো প্রশ্নই আসে না। আপনি কাজ তো শুরুর আগে দোয়া চাইছেন তাহলে কীভাবে নজরের প্রশ্ন আসবে? বদনজরের জন্য বস্তু লাগে। এখানে তো বস্তু নেই। বাকি রইল দোয়ার কথা। দোয়া চাওয়া জায়েজ আছে। লোকের কাছে দোয়া খারাপ কিছু নয়। কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজ শুরুর আগে দোয়া চান চাইতেই পারেন। এতে কোনো সমস্যা নেই।