পরিত্যক্ত বাড়িতে কালো গরু, ভয়ে দুই শিশুর মৃত্যু
ভোলার চরফ্যাশনে একটি পরিত্যক্ত বাড়িতে কালো গরু দেখে আতঙ্কিত হয়ে দুই শিশুর মৃত্যু এবং অপর দুই শিশু হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ রোববার (৮ অক্টোবর) এ ঘটনা ঘটে।
নিহত শিশুদের স্বজন এবং থানা পুলিশ জানায়, আজ সকাল ৯টায় চরফ্যাশন উপজেলার মাদ্রাস ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর নিউটন গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে। ওই সময় সিকদারবাড়ির চার শিশু মারিয়া (৬), আনাস (২), বাইজিদ ওরফে নাহিদ (দেড় বছর) ও ইলিয়াস (১১) মিলে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে যায়। তখন হঠাৎ করেই একটি কালো গরু দেখে চিৎকার শুরু করলে বাড়ির স্বজনরা দৌড়ে গিয়ে শিশুদের উদ্ধার করে। দ্রুত পাশের এক কবিরাজের কাছে নিয়ে গেলে তিনি তাদের হাসপাতালে ভর্তির কথা বলেন। দুপুর ১২টায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফারজানা তারিন দুই শিশুকে মৃত বলে জানান।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকেলে কর্তব্যরত চিকিৎসক জুনায়েদ বলেন, ‘আমি বিকেল ৩টায় হাসপাতালে এসেছি। দেড় বছরের শিশু নাহিদকে ভোলায় রেফার্ড করা হয়েছে। কালো গরু দেখেছে এমন কথা শুনেছি, ভয়ে এমনটা হতে পারে। তবে ময়নাতদন্তের পরই বিস্তারিত বলা যাবে।’
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুদের শরীরের কোনো স্থানে কোনো ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি খুবই চিন্তার। ময়নাতদন্তের পরই বিস্তারিত বলা যাবে।