আপনার জিজ্ঞাসা
দাঁড়িয়ে খাওয়া কি জায়েজ?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৯৪তম পর্বে ই-মেইলের মাধ্যমে জামালপুর থেকে আবুল কাশেম জানতে চেয়েছেন, দাঁড়িয়ে খাওয়া যাবে কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : দাঁড়িয়ে খাওয়া যাবে কি? এ নিয়ে ইসলাম কী বলে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। দাঁড়িয়ে খেতে পারবেন প্রয়োজনে। যদি প্রয়োজনে কোনো ব্যক্তি দাঁড়িয়ে খাবার খান এটি জায়েজ। প্রয়োজনে হেঁটেও খাওয়া যাবে। সেটাও জায়েজ আছে। তবে, মানুষের ব্যক্তিত্ব ও সত্ত্বার একটি বৈশিষ্ট আছে সেটা হলো মানুষ অন্যান্য প্রাণির মতো দাঁড়িয়ে বা চলতে পথে খাবে না। খাবারের আদব হলো বসে খাওয়া। মানুষ বসে ধীরেসুস্থে খাবেন। এটা যুগযুগ ধরে এটাই সবাই বলে এসেছেন। কিন্তু ইসলামী শরিয়া অনুসারে, যদি বসার সুযোগ না থাকে তাহলে তিনি দাঁড়িয়েও খেতে পারবেন। এতে নিষেধাজ্ঞা নেই।