রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যূ
রাজধানীর হাজারীবাগে বহুতল একটি ভবনের ছাদ থেকে পড়ে মীর জাওয়াদ বিন জসিম (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী।
গতকাল রোববার (৮ অক্টোবর) রাত সাড়ে ১১টায় দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহতের বাবা মীর জসিম উদ্দিন গণমাধ্যমকে জানান, ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে জসিম গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ সোমবার ( ৯ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।