ইংল্যান্ড ম্যাচের আগে সুখবর পেল বাংলাদেশ
বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছে লাল-সবুজ দল। এবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ইংল্যান্ডের। ইংলিশ পরীক্ষায় মাঠে নামার আগে বেন স্টোকসকে নিয়ে সুখবর পেয়েছে সাকিব আল হাসানের দল।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে আগামীকাল মঙ্গলবার (১০ অক্টেবর) মাঠে নামবে বাংলদেশ। আশার খবর হলো এই ম্যাচেও খেলছেন না ইংলিশ তারকা বেন স্টোকস। চোট কাটিয়ে ফেরা স্টোকস এখনও শতভাগ ফিট নয় বলে বাংলাদেশের বিপক্ষে তার সম্ভাবনা নেই।
আজ সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্টোকসের ব্যাপারে অধিনায়ক জস বাটলার বলেছেন, ‘খুব সম্ভবত তার (স্টোকস) খেলার সম্ভাবনা কম। সে নেটে ফিরেছে এবং শতভাগ ফিটনেস ফিরে পাওয়ার কাজ করে যাচ্ছে দেখে ভালো লাগছে। তবে খুব সম্ভবত কালকের ম্যাচে সে অনিশ্চিত।’
এবারের বিশ্বকাপে ইংলিশদের শুরুটা হয়েছে হার দিয়ে। স্বাভাবিকভাবে বাংলাদেশ ম্যাচও একেবারে সহজ হবে না। কারণ, জয় দিয়ে শুরু করা বাংলাদেশও আছে ছন্দে। তবে এসব নিয়ে একদমই ভাবছেন না ইংলিশ অধিনায়ক।
বাটলার বলেছেন, ‘না না! একদমই (দুশ্চিন্তার কিছু) নেই। বাংলাদেশের বিপক্ষে আমরা দারুণ কিছু ম্যাচ খেলেছি। তারা খুব ভালো দল। আমরা যাদের বিপক্ষেই খেলি, তাদের সম্মান করি। বিশ্বকাপে আপনি সবসময়ই কঠিন সূচিতে কঠিন প্রতিপক্ষের অপেক্ষা করবেন।’