খালেদা জিয়াকে আটকে রাখা যাবে না : মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘স্পষ্ট ভাষায় সরকারকে বলে দিতে চায়, দেশনেত্রী খালেদা জিয়াকে আটকে রাখতে পারবে না।’ আজ সোমবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সমাবেশে তিনি এ কথা বলেন।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ মহানগর বিএনপি।
মঈন খান বলেন, ‘সরকার ভেবেছিল, বাংলাদেশে একদলীয় বাকশাল কায়েম করে বিএনপিসহ সব বিরোধীদল ধ্বংস করে দেবে। কিন্তু, বিএনপি শক্তিশালী হয়েছে। তারা ভেবেছিলে, খালেদা জিয়াকে কারাগারে নিয়ে বিএনপিকে ধ্বংস করে দেবে। তবে, এই সরকার খালেদা জিয়ার কিছু করতে পারবে না। আন্দোলন করেই খালেদা জিয়াকে মুক্ত করব। জনগণের সরকার প্রতিষ্ঠা করব।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহম্মেদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জয়নাল আবেদীন ফারুক প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।