ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছে দুর্দান্ত। স্বপ্নীল শুরু যাকে বলে। ব্যাটে-বলে দলগত পারফরম্যান্স দেখিয়ে আফগানিস্তানকে হারিয়ে আসরে শুভসূচনা করে বাংলাদেশ। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হারে ইংল্যান্ড। বাংলাদেশ যেখানে প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী, ইংল্যান্ড সেখানে কিছুটা পিছিয়ে। এমন অবস্থায় আজ মঙ্গলবার (১০ অক্টোবর) ধর্মশালায় বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তাদের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ।
গত ম্যাচে সাকিব-মিরাজ মিলে আফগানদের গুঁড়িয়ে দিয়েছেন। পাশাপাশি পেসাররাও দিচ্ছেন আস্থার প্রতিদান। তবে, ব্যাটিংয়ে বাংলাদেশের জন্য ধীরে ধীরে দুশ্চিন্তায় পরিণত হচ্ছেন লিটন দাস। দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ভুগছেন ফর্মহীনতায়। বিশ্বকাপের শুরুও করেছেন হতাশা দিয়ে।
প্রথম ম্যাচে হারা ইংরেজরা আজ ঝাঁপিয়ে পড়তে চাইবে বাংলাদেশের ওপর। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও তারা যথেষ্ট ভারসাম্যপূর্ণ এক দল। ইংলিশ পেসার মার্ক উড এই ম্যাচে বাংলাদেশের জন্য হতে পারেন দুশ্চিন্তার কারণ। অতিরিক্ত পেসে অনেকটাই অস্বস্তিতে ভোগেন বাংলাদেশের ব্যাটাররা। পাশাপাশি স্পিনার আদিল রশিদও হতে পারেন মাথাব্যথার কারণ।
তবে, নিজেদের দিনে বাংলাদেশ সব বাধা অতিক্রম করে জিততে পারে, সেটি কারও অজানা নয়।