পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
বিশ্বকাপে দুই দলের যাত্রাটা শুরু হয়েছে ভিন্নভাবে। পাকিস্তান যেখানে প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে, সেখানে হার দিয়ে শুরু হয়েছে শ্রীলঙ্কার মিশন। দ্বিতীয় ম্যাচে আজ (১০ অক্টোবর) পরস্পর মুখোমুখি হয়েছে পাকিস্তান-শ্রীলঙ্কা। হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে লঙ্কানরা।
প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছে পাকিস্তান। যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০২ রানের বিশাল ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। পাকিস্তান চাইবে জয়ের ধারা বজায় রাখতে। শ্রীলঙ্কার লক্ষ্য প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে জয়ে ফেরা।
টসে জিতে শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা বলেন, ‘এই মাঠে শেষ দিকে টার্ন পাওয়ার সম্ভাবনা আছে। আমরা প্রথম ম্যাচে ভালো রান করেছি, এটি ইতিবাচক। আজ আমাদের ভালো ব্যাটিং করতে হবে এবং বোলারদের সঠিক জায়গায় বল ফেলতে হবে। বোলিংয়ে বৈচিত্র্য ধরে রেখে ইয়র্কার দিতে হবে।‘
পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘আজকের পিচ শুকনো। প্রথম ১০ ওভার আমাদের জন্য বেশ কঠিন হবে। আমরা এখানে এক সপ্তাহের বেশি সময় ধরে আছি। আমরা পিচের ধরণ ও আউটফিল্ড সম্পর্কে জানি।‘