দলের প্রতি রিজওয়ানের নিবেদনে মুগ্ধ সাবেকরা
বিশ্বকাপে গত ১০ অক্টোবর শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচে দুর্দান্ত জয় তুলে নেয় বাবর আজমের দল। কিন্তু, পাকিস্তানের জয় ছাপিয়ে আলোচনায় আসেন মোহাম্মদ রিজওয়ান। তিনি যা করে দেখালেন, একজন নিবেদিতপ্রাণ ক্রীড়াবিদের উদাহরণ হয়ে রইলেন তাতে।
লঙ্কানদের দেওয়া পাহাড়সম রান ডিঙাবে পাকিস্তান, তা শুরুতেই কেউই কল্পনা করেনি। অসম্ভবকে সম্ভব করেছেন পাকিস্তানি ব্যাটার রিজওয়ান। এই ব্যাটারের অপরাজিত ১৩১ রানে ভর দিয়ে লঙ্কানদের দেওয়া ৩৪৪ রানের পাহাড় টপকায় পাকিস্তান। একটা সময় শরীর সায় দিচ্ছিল না। টান খেয়েছেন পেশিতে। বারবার লুটিয়ে পড়ছিলেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে রান নিচ্ছিলেন। তবু, হাল ছাড়েননি। মাঠ ছেড়েছেন দলকে জিতিয়েই।
১২১ বলে আট চার ও তিন ছক্কায় সাজানো ১৩১ রানের অপরাজিত ইনিংসটির চেয়েও তার হার না মানা মানসিকতার প্রশংসা করেন সাবেক ক্রিকেটাররা। বিশেষত, ৮২ রানের সময় শিরায় টান খেয়েও মাঠ না ছেড়ে বরং খেলে গেছেন।
এটি নিয়ে পাকিস্তানের একটি টিভি চ্যানেলের ক্রিকেট শোতে কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বলেন, ‘রিজওয়ান যেভাবে ক্র্যাম্প (শিরায় টান) হওয়ার পরেও খেলে গেছে, তা অবিশ্বাস্য। এই ব্যথাটা কেমন, আপনার না হলে বুঝবেন না। তখন একটাই সমাধান, মাঠ ছেড়ে চলে যাও।‘
একই শোতে শোয়েব মালিক বলেন, ‘আপনার যখন ক্র্যাম্প হবে, আপনি বাকি সব ভুলে যাবেন। এমনকি যদি ৮০ রানেও ব্যাট করেন, তখন ব্যথার চোটে কিছু মাথায় থাকবে না। কিন্তু, রিজওয়ান দেখিয়ে দিয়েছে।‘