জোড়া হারে বিশ্বকাপে নড়বড়ে শুরু অস্ট্রেলিয়ার
বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়াকে অন্যতম ফেবারিট হিসেবে ধরা হচ্ছিল। তবে প্রথম দুই ম্যাচে দলটির পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের ধারণাকে ভুল প্রমাণ করেছে। ভারতের পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও হারের তিক্ত স্বাদ পেল অসিরা।
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) লখনৌর ইকানা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে সাত উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩১১ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪০.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৭ রানে থামে অস্ট্রেলিয়া। ১৩৪ রানের বড় জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান পক্ত করল প্রোটিয়ারা।
৩১২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সামর্থ্যের সেরাটা দিতে ব্যর্থ অসি ব্যাটাররা। দলীয় ২৭ রানে দুই ওপেনার মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নারের উইকেট হারায় অস্ট্রেলিয়া। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কামিন্সের দল। চাপ সামাল দেওয়া তো দূরের কথা, উল্টো ৪০ রানের ব্যবধানে হারায় আরও চার উইকেট। এরপর মারনাস লাবুশেন ও মিচেল স্টার্ক জুটিতে ভর করে কিছুটা চাপ সামাল দেয় অস্ট্রেলিয়া। তবে তারাও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেনি। শেষমেশ ১৭৭ রানে থামতে হয় অস্ট্রেলিয়াকে।
এর আগে, ওপেনিংয়ে দারুণ এক জুটি গড়েন দুই ওপেনার কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা। এই দুইজনের ১০৮ রানের ওপেনিং জুটিতে ভর করে অসি বোলারদের চাপে ফেলে দক্ষিণ আফ্রিকা। দলীয় ১০৮ রানের মাথায় গ্লেন ম্যাক্সওয়েলের বলে ওয়ার্নারের হাতে ক্যাচ তুলে ফেরেন বাভুমা। অবশ্য অধিনায়ক বাভুমার বিদায়ে খুব একটা সমস্যা হয়নি প্রোটিয়াদের।
কারণ ডুসেনকে নিয়ে ফের ৫০ রানের জুটি গড়ে দলের বড় সংগ্রহের ভিত মজবুত করেন ডি কক। এরই মাঝে তুলে নেন চলতি বিশ্বকাপের নিজের দ্বিতীয় শতক। অবশ্য ডুসেন বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। দলীয় ১৫৮ রানে অ্যাডাম জাম্পার বলে অ্যাবোটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডুসেন। আউটের আগে তার ব্যাট থেকে আসে ৩০ বলে ২৬ রান।
ডানহাতি এই ব্যাটারের বিদায়ের পর গত ম্যাচে দুর্দান্ত খেলা এইডেন মার্করামের সাথে জুটি গড়েন ডি কক। যদিও এই জুটি খুব একটা বড় হয়নি। দলীয় ১৯৭ রানের সময় ম্যাক্সওয়েলের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ১০৯ রান করে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শেষমেশ ৩১১ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন স্টার্ক ও ম্যাক্সওয়েল।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ৫০ ওভারে ৩১১/৭ (ডি কক ১০৯, বাভুমা ৩৫, ডুসেন ২৬, মার্করাম ৫৬, ক্লাসেন ২৯, মিলার ১৭, জেনসেন ২৬, রাবাদা ০, মহারাজ ০ ; স্টার্ক ৯-১-৫৩-২, হ্যাজেলউড ৯-০-৬০-১, ম্যাক্সওয়েল ১০-১-৩৪-২, কামিন্স ৯-০-৭১-০, জাম্পা ১০-০-৭০-১, মার্শ ১-০-৬-০, স্টোয়নিস ২-০-১১-০)
অস্ট্রেলিয়া : ৪০.৫ ওভারে ১৭৭ (মার্শ ৭, ওয়ার্নার ১৩, স্মিথ ১৯, লাবুশেন ৪৬, ইঙ্গলিশ ৫, ম্যাক্সওয়েল ৩, স্টোয়নিস ৫, স্টার্ক ২৭, কামিন্স ২২, জাম্পা ১১, হ্যাজেলউড ২; এনগিদি ৮-২-১৮-১, জেনসেন ৭-০-৫৪-২, রাবাদা ৮-১-৩৩-৩, মহারাজ ১০-০-৩০-২, শামসি ৭.৫-০-৩৮-২)