ক্যাবল ব্যবসায়ীকে গুলি : এএসআই শামীম রিমান্ডে
রাজধানীর খিলগাঁও থানার পূর্ব নন্দীপাড়া এলাকায় ক্যাবল ব্যবসায়ীকে গুলির ঘটনায় গ্রেপ্তার বংশাল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীম রেজাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এএসআই শামীকে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই তাঁর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, শামীম বংশাল থানায় কর্মরত। ব্যবসায়ীকে গুলির পর আটক করে তাঁকে বংশাল থানায় হস্তান্তর করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ক্যাবল টিভির বকেয়া বিল নিয়ে ব্যবসায়ী আল-আমিনের সঙ্গে এএসআই শামীমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এএসআই শামীম ব্যবসায়ী আল-আমিনকে নিজের কাছে থাকা পিস্তল দিয়ে গুলি করেন বলে এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে।
পরে খিলগাঁও থানা পুলিশ গুলিবিদ্ধ আল-আমিনকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় আহতের পরিবার মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন ওসি কাজী মাইনুল ইসলাম। এ ঘটনার পর এএসআইকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।