হামাসের বাঙ্কারে অভিযানের ভিডিও প্রকাশ করল ইসরায়েলি বাহিনী
গাজার নিরাপত্তা বেষ্টনীর কাছে হামাসের একটি বাঙ্কার থেকে ২৫০ জনের বেশি জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এলিট ইউনিট। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দিনগত রাতে জিম্মিদের উদ্ধার অভিযানের ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে আইডিএফ। খবর এনডিটিভির।
ইসরায়েলের সামরিক বাহিনীর ‘শায়েতেত ১৩’ ইউনিট হামাসের সুফা ফাঁড়িতে হামলা চালালে ৬০ জন যোদ্ধা নিহত হয়।
আইডিএফ বলেছে, ‘২৫০ জন জিম্মিকে উদ্ধার করা হয়েছে। ৬০ জনের বেশি হামাস সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। এছাড়া হামাসের দক্ষিণ নৌ বিভাগের ডেপুটি কমান্ডার মুহাম্মদ আবু আ'আলিসহ ২৬ জনকে আটক করা হয়েছে।’
ভিডিওতে ইসরায়েলি সেনাদের ভবনের ভেতরে যেতে দেখা যায় এবং গুলির শব্দ শোনা যায়। এতে একজন ইসরায়েলি সৈন্যকে আড়াল থেকে গুলি ছুড়তে এবং আরেকজনকে ফাঁড়ির দিকে গ্রেনেড ছুড়তে দেখা যায়।
ফাঁড়ির প্রাঙ্গণে ঢোকার পর এক সৈন্যকে বলতে শোনা যায়, ‘যাও, তাদের জ্বালিয়ে দাও। শেষ করো।’ আরেক সৈন্যকে বাঙ্কার থেকে এক জিম্মিকে বের করে আনতে দেখা যায়। ফুটেজের শেষাংশে সৈন্যদের স্ট্রেচার বহন করতে দেখা যায়।
আজ শুক্রবার চলমান ইসরায়েল-হামাস যুদ্ধের সপ্তম দিন, কিন্তু শান্তি আলোচনার প্রস্তাবনায় রাজি নয় কোনো পক্ষই। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে কমপক্ষে এক হাজার ২০০ এবং গাজা উপত্যকায় এক হাজার ৪০০ জন মারা গেছে। এছাড়া ইসরায়েলি ভূখণ্ডে এক হাজার ৫০০ হামাস যোদ্ধার মরদেহ পাওয়া গেছে বলে দেশটির সরকার দাবি করেছে।