নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে উড়ন্ত শুরুর পরই ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের ধাক্কা। সবমিলিয়ে প্রথম দুই ম্যাচে অম্ল-মধুর অভিজ্ঞতা সঙ্গী করেই চেন্নাইয়ে বাংলাদেশ দল। ঘুরে দাঁড়ানোর মিশনে আজ শুক্রবার (১৩ অক্টোবর) সাকিবদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এমন ম্যাচে কিউইদের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
বিশ্বকাপে নিজেদের দুটো ম্যাচেই জয়ের দেখা পেয়েছে কিউইরা। ব্যাটাররা আছেন দুর্দান্ত ছন্দে। বাংলাদেশি বোলারদের জন্য যা বাড়তি চ্যালেঞ্জের। তবে, ম্যাচের ভেন্যু চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম স্পিন সহায়ক। এই মাঠে হয়েছে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ। যেখানে, ভারতের স্পিনের কাছে অসহায় আত্মসমর্পণ করেছিল অসি ব্যাটাররা।
এ প্রসঙ্গে নাজমুল হোসেন গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমরা ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটা দেখেছি। সেখানে স্পিনাররা সাহায্য পেয়েছিল। এই ম্যাচেও যদি পিচ এমন থাকে, তাহলে আমাদের স্পিনারদের জন্য ভালো। আমরা অবশ্য এসব নিয়ে ভাবছি না। সবাই জানি, মাঠে আমাদের কী করতে হবে। এ বিষয়ে আমদের সবার অবস্থান স্পষ্ট।
ইংল্যান্ডের বিপক্ষে হারে বাংলাদেশের আত্মবিশ্বাস কমেছে। আজকের ম্যাচে জিতে সেই আত্মবিশ্বাস ফিরে পেতে চায় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। আসরের বাকি পথ পাড়ি দিতে একটা জয় খুব প্রয়োজন।